বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

গ্রিনল্যান্ড-পানামা খালের দখল নিতে সামরিক শক্তি ব্যবহারে দ্বিধা করবেন না ট্রাম্প

আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের আগেই আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্রাজ্য বিস্তারের পররাষ্ট্রনীতিতে মেতেছেন। জানিয়েছেন, এসব লক্ষ্য পূরণে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারেও পিছপা হবে না তিনি। সাম্প্রতিক সময়ে পানামা খালের দখল নেওয়া, গ্রিনল্যান্ড কিনে নেওয়া ও কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্যে রূপান্তরের মতো বিতর্কিত বক্তব্য রেখেছেন ট্রাম্প।

আজ বুধবার (৮ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।

ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড এবং পানামা খাল আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ। তিনি এগুলোকে জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য মনে করেন।

সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহার করে ভূ-খণ্ড দু’টি দখলের চিন্তা করছেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, এই দু’টির কোনোটির ব্যাপারেই আমি আপনাদের আশ্বস্ত করতে পারছি না। তবে আমি এটা বলতে পারি যে, (যুক্তরাষ্ট্রের) অর্থনৈতিক নিরাপত্তার জন্য ওই এলাকাগুলো আমাদের প্রয়োজন।’

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img