বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

ঢাকার ভারতীয় দূতাবাসের সামনের রাস্তাকে ‘ফেলানি সড়ক’ করার দাবি

ঢাকার ভারতীয় দূতাবাসের সামনের রাস্তাকে ‘ফেলানি সড়ক’ করার দাবি জানিয়েছেন নিউ ইয়র্কে বসবাসরত বাঙালিদের সংগঠন প্যাট্রিয়টস অব বাংলাদেশ। ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনের ১৪তম মৃত্যুদিবস উপলক্ষে গত বুধবার ফেলানী দিবস পালন করা হয়।

বুধবার (৮ জানুয়ারি) এ উপলক্ষে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’ বিকালে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেটের সামনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে।

প্রতিবাদ সভায় ভারতীয় সীমান্তরক্ষী বাহনীর (বিএসএফ) নির্বিচারে বাংলাদেশি নাগরিকদের হত্যার নিন্দা করা হয়। এসময় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সামনের রাস্তার নামটি ‘ফেলানি সড়ক’ করার দাবি জানানো হয়।

সভা শেষে এ সংক্রান্ত একটি স্মারকলিপি বাংলাদেশ কনসুলেটকে প্রদান করা হয়। কনসুলেটের পক্ষ থেকে মিনিস্টার মোহাম্মদ আনিসুজ্জামান স্মারকলিপিটি গ্রহণ করেন এবং এটি যথাযথ কতৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন, সাংবাদিক চৌধুরী মোহাম্মদ কাজল, মুশফিকুর রহমান, মোহাম্মদ তারিফ ও রাসেল খান। সভাশেষে চৌধুরী মোহাম্মদ কাজল সংগঠনের পক্ষ থেকে দূতাবাস কর্মকর্তার কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এসময় প্যাট্রিয়টস অব বাংলাদেশের সদস্যবৃন্দ ছাড়াও বাংলাদেশ কনসুলেটের কাউন্সেলর ইশরাত জাহান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফ সদস্যরা ফেলানিকে গুলি করে হত্যা করে। তার মৃতদেহ কাঁটাতারের বেড়ায় ঝুলেছিল সাড়ে ৪ ঘণ্টা। সেই ছবি মানুষকে বিক্ষুব্ধ করেছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই হত্যার বিচারের দাবি তোলে। ওই ঘটনার ৩০ ঘণ্টা পর বিজিবির কাছে ফেলানির মরদেহ হস্তান্তর করেছিলে বিএসএফ।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img