ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে সন্ত্রাস দমনের নামে দীর্ঘ ২০ বছর ধরে তালেবানের প্রবল প্রতিরোধের মুখে পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশ দখলের লড়াইয়ে খরচ করেছিল বিলিয়ন বিলিয়ন ডলার। তবুও তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হয়নি। এছাড়াও একের পর এক বিভ্রান্তিকর পদক্ষেপ নিয়েছিল ওয়াশিংটন, যার ফলে দীর্ঘায়িত হয়েছে যুদ্ধ। আর এই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে আগ্রহী ছিল রাশিয়া ও চীন। কারণ, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী উপস্থিতি তাদের প্রতিদ্বন্দ্বী শক্তিকে জর্জরিত এবং দিকভ্রান্ত করে রেখেছিল।
বিদায় বেলায় নিজের প্রশাসনের বৈদেশিক নীতির পক্ষে দেওয়া শেষ বক্তব্যে এইসব কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার তার প্রশাসনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত ছিলো বলেও দাবি করেন তিনি।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আটকে থাকার দৃশ্য দেখে সন্তুষ্ট ছিল। আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার ছিল একটি সঠিক সিদ্ধান্ত, আশা করি ইতিহাস এই সিদ্ধান্তকে সঠিক হিসেবেই মূল্যায়ন করবে।”
উল্লেখ্য, জো বাইডেনের এমন দাবির বিপরীতে অবস্থান নিয়েছেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বাইডেনের এমন পদক্ষেপ মার্কিন ইতিহাসের চরমতম ভূল। কারণ আফগানিস্তান এমন একটি জায়গা যেখান থেকে চীনের পারমাণবিক কর্মসূচি প্রকল্প খুব নিকটবর্তী। আর তাই ভৌগলিক ও কৌশলগত দিক থেকে এগিয়ে থাকতে আফগানিস্তানে মার্কিন সৈন্যের উপস্থিতি ছিল অত্যাবশ্যকীয়।
সূত্র: কেপি











