শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

আল-আকসা তুফান অভিযান ছিল ইসরাইল নামক কফিনে শেষ পেরেক : আবু উবায়দা

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হমাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু আবু উবায়দা বলেছেন, আল-আকসা তুফান অভিযান ছিল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল নামক কফিনে শেষ পেরেক।

রোববার (১৯ জানুয়ারি) গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পর এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

আবু উবায়দা বলেন, আমাদের জনগণ যে মহান ত্যাগ ও রক্তদান করেছেন তা কখনও বৃথা যাবে না। তারা বিগত ৪৭১ দিন স্বাধীনতা ও পবিত্র ভূমি রক্ষা করার জন্য অভূতপূর্ব ত্যাগ স্বীকার করেছে। আল-আকসা তুফান গাজার সীমান্ত থেকে শুরু হলেও এটি পুরো অঞ্চলের চেহারা বদলে দিয়েছে এবং লড়াইয়ের নতুন সমীকরণ সৃষ্টি করেছে।

তিনি বলেন, এই যুদ্ধ নতুন নতুন যুদ্ধক্ষেত্র খুলে দিয়েছে এবং দখলদার শক্তিকে আন্তর্জাতিক মিত্রদের কাছে সাহায্যের জন্য ছুটে যেতে বাধ্য করেছে। আল-আকসা তুফান অভিযান বিশ্বকে জানিয়ে দিয়েছে যে, ইসরাইলি দখলদারিত্ব একটি বড় মিথ্যা এবং এর প্রভাব পুরো অঞ্চলে পড়বে।

তিনি আরো বলেন, আমরা গাজ্জার প্রতিটি জায়গায় প্রতিরোধের অন্যান্য গোষ্ঠীগুলোর সাথে এক হয়ে শত্রুকে প্রাণঘাতী আঘাত করেছি। আমাদের যোদ্ধারা অসম সাহসিকতা ও বীরত্বের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে, এমনকি অসম্ভব পরিস্থিতিতেও অবিচল চিত্তে লড়ে গেছে।

হামাসের মুখপাত্র বলেন, আমরা একটি অসম যুদ্ধের মুখোমুখি হয়েছি, যেখানে যুদ্ধের সক্ষমতা ও নৈতিকতার দিক থেকে শত্রুর সাথে আমাদের তুলনা করা যায় না। যখন আমরা শত্রু বাহিনীর ওপর আঘাত হেনেছি, তখন তারা আমাদের জনগণের বিরুদ্ধে নির্মমতা ও বর্বরতার নতুন রূপ দেখিয়েছে।

গাজ্জা যুদ্ধে শহীদ হামাস নেতাদের স্মরণ করে তিনি বলেন, এই যুদ্ধের মহত্ত্ব প্রমাণিত হয়েছে আমাদের নেতাদের শহিদী কাফেলায় যোগ দেয়ার মধ্য দিয়ে, যাদের মধ্যে রয়েছেন ইসমাইল হানিয়া, সালেহ আল-আরুরি ও ইয়াহিয়া সিনওয়ার।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img