ইসলামি ব্যাবস্থা সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের জনগণ। যে কোনো হুমকির মুখেও তারা একতাবদ্ধ হয়ে ইসলামী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখবে। সাম্প্রতিক এক বক্তব্যে এমনটিই জানিয়েছেন আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রী মাওলানা আব্দুল কাবির।
রবিবার (২৬ জানুয়ারি) খোস্ত প্রদেশে এক স্নাতক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আফগানিস্তানের খোস্ত প্রদেশের গভর্নরের মুখপাত্র মুস্তাগফর গারবাজ।
গারবাজ বলেন, আর্থিক প্রলোভন বা জোর করে তাদের ভূমি কেউ কেড়ে নিতে পারবে না।
তিনি বলেন, “আফগান জনগণ ইসলামী শাসনের প্রতি অঙ্গীকারবদ্ধ। তারা তাদের ভূমি বিক্রি করবে না বা জোর করে কাউকে কেড়ে নিতেও দেবে না।
এসময় আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্দেশ্যে করে তিনি বলেন, “আমরা সংঘাত চাই না। আমাদের সার্বভৌমত্বকে সম্মান করুন। প্রয়োজনে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন।
সূত্র: হুরিয়াত রেডিও









