বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

৪০ দশকের বেশি বিদেশি আগ্রাসনের ফল; পঙ্গুত্বে ভুগছেন ১৫ লাখ আফগান নাগরিক

আফগানিস্তানে প্রায় ১৫ লাখ মানুষ গুরুতর প্রতিবন্ধিতা নিয়ে জীবনযাপন করছেন, যাদের বেশিরভাগই গত ৪০ বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের আঘাতে আক্রান্ত।

বুধবার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন ইউনামা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, প্রতিবন্ধিতার দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু। দীর্ঘদিনের সহিংসতার সবচেয়ে ভয়াবহ পরিণতি তাদেরই বহন করতে হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান এখনো বিশ্বের সবচেয়ে বেশি ল্যান্ডমাইন-দূষিত দেশগুলোর একটি। ল্যান্ডমাইন ও অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র প্রায় প্রতিদিনই মানুষের মৃত্যু এবং জীবন বদলে দেওয়া গুরুতর আহতের ঘটনা ঘটাচ্ছে।

গত দুই সপ্তাহে যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরক সামগ্রী জড়িত বিভিন্ন বিস্ফোরণে সাতজন মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শিশুও আছে। এছাড়া কান্দাহার, উরুজগান ও বালখ প্রদেশে পৃথক ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন বলে জানায় ইউনামা।

এদিকে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাম্প্রতিক মূল্যায়নে উল্লেখ করা হয়েছে, দেশজুড়ে এখনো প্রায় ১,১৫০ বর্গকিলোমিটার এলাকা ল্যান্ডমাইন ও যুদ্ধের অন্যান্য অবিস্ফোরিত বিস্ফোরকে দূষিত রয়ে গেছে।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img