শনিবার | ১৭ জানুয়ারি | ২০২৬
spot_img

চার খনি থেকে ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন কোম্পানি মা’আদেন নতুন করে চারটি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স স্বর্ণ উত্তোলনের ঘোষণা দিয়েছে। ১ কেজিতে ৩৫ আউন্স ধরে এই পরিমাণ মোট ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণের সমান বলে উল্লেখ করা হয়েছে। শুরুতে ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণ উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হলেও বার্ষিক হিসাব-নিকাশের মানদণ্ড অনুযায়ী চূড়ান্ত লক্ষ্যমাত্রা কমানো হয়েছে।

কোম্পানিটির ঘোষণায় জানানো হয়, মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাও খনি এলাকা থেকে নতুন স্বর্ণগুলো উত্তোলন করা হয়েছে। সংবাদটি প্রকাশ করেছে গালফ নিউজ।

মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, “এ ফলাফলে এটা স্পষ্ট যে, কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে কাজ করছে। ঠিক এ কারণেই আমরা সৌদি আরবের স্বর্ণের ভান্ডারে বড় অঙ্কের বিনিয়োগ অব্যাহত রাখছি।”

তিনি আরও বলেন, “চারটি এলাকায় খননকাজের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি স্বর্ণ উত্তোলনের ঘটনাটি স্বর্ণ আহরণে মা’আদেনের সম্ভাবনাকেই প্রতিফলিত করছে।”

ঘোষণায় বলা হয়, চার খনি এলাকার মধ্যে সবচেয়ে বেশি উত্তোলন হয়েছে মানসুরাহ মাসসারাহ থেকে, যেখানে ৩০ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়েছে। এরপর উরুক ২০/২১ ও উম্ম আস সালাম মিলিয়ে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং নতুন খনি ওয়াদি আল জাও থেকে ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণ উত্তোলন হয়েছে। ওয়াদি আল জাও থেকে এবারই প্রথম স্বর্ণ উত্তোলন করা হয়েছে।

সূত্র : গালফ নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ