শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

বহু দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে আফগানিস্তান; সর্বোচ্চ কৃতিত্ব দেওয়া হল কাতারকে

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বের বহু দেশের সাথে কুটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান। এছাড়াও জাতিসংঘ ও দোহা সামিটেও অংশগ্রহণ করেছে দেশটির প্রতিনিধিরা। শুধু তাই নয়, বিভিন্ন দেশের সাথে বেশ ভালোভাবে বাণিজ্যও করছে আফগানিস্তান। আর বিশ্বের সাথে এই সম্পর্ক উন্নয়নে সহযোগিতার জন্য সর্বোচ্চ কৃতিত্ব কাতারকে দিয়েছে কাবুল।

আফগানিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের পেছনে কাতারের ভূমিকার কথা তুলে ধরেছেন দোহায় নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত সোহাইল শাহিন।

কাতারের ভূমিকা তুলে ধরে শাহিন বলেন, আফগানিস্তানের সাথে সহযোগিতামূলক ক্ষেত্রে সর্বদা সুসম্পর্ক বজায় রেখেছে কাতার। এমনকি এখনো, আফগানিস্তানের সাথে অন্যান্য দেশের ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে দোহা। একজন ভালো মধ্যস্থতাকারী হিসেবে ধারাবাহিকভাবে আফগানিস্তানের পাশে থেকেছে কাতার।

শাহিন আরো জানান, এই মুহূর্তে কাতারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বমূলক সম্পর্ক উপভোগ করছে কাবুল।

এদিকে, বেশ কিছু বিশ্লেষক বলছেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছে কাতার।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবানের প্রতিনিধিরা। এর পর দেশটির অভ্যন্তরীণ ও বৈদেশিক বহু ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে দেখা যায় কাতারকে। এছাড়া দোহা চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে সর্বাধিক ভূমিকা পালন করেছিল উপসাগরীয় এই দেশটি।

সূত্র: তোলো নিউজ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img