মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। আদানির বিরুদ্ধে ঘুষের লেনদেনের অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, শুধুমাত্র চুক্তিটি বাতিল করা হয়েছে, তবে পুরো প্রকল্প নয়। তবে প্রকল্পটি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দুর্নীতির অভিযোগ ওঠে গত বছরের শেষ দিকে। এরপর আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ ক্রয়ের বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়। যার ধারাবাহিকতায় চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মন্ত্রিসভা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়।

কলম্বোর এক শীর্ষ কর্মকর্তার মতে, “শ্রীলঙ্কা সরকার কেবল বিদ্যুৎ ক্রয়চুক্তিটি বাতিল করেছে। তবে পুরো প্রকল্প বাতিল করা হয়নি, এটি এখন পর্যালোচনার অধীনে।”

এদিকে, এএফপির এই প্রতিবেদন অস্বীকার করেছে আদানি গ্রুপ। এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এই প্রতিবেদনকে ‘মিথ্যা ও বিভ্রান্তিমূলক’ বলে অভিহিত করেছেন আদানি। বলা হয়েছে, মার্কিন অভিযোগের মধ্যেও প্রকল্পটি চালু রয়েছে।

উল্লেখ্য, গৌতম আদানি ভারতের অন্যতম বিতর্কিত শিল্পপতি, যিনি আগে বেশ কয়েকটি প্রকল্পে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img