বুধবার, মার্চ ১২, ২০২৫

গ্রেফতারের ভয়ে ইউরোপীয় পার্লামেন্টের সফর বাতিল করলেন ইসরাইলি মন্ত্রী

গাজ্জায় যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারের ভয়ে ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের একটি নির্ধারিত সফর বাতিল করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রবাসী বিষয়ক মন্ত্রী অ্যামিচাই চিকলি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের কর্মকর্তারা ইসরাইলকে জানিয়েছে চিকলি দেশটিতে থাকাকালে কূটনৈতিক নিরাপত্তা পাবেন না। কারণ তার এই সফর সরকারি না। এরপরই ভয়ে চিকলির সফর বাতিল করা হয়।

কান নিউজ এজেন্সির বরাত দিয়ে এতে বলা হয়, ইসরাইলবিরোধী দলগুলো তার গ্রেফতারের জন্য পরোয়ানা চাইবে এমন ভয়ে ইউরোপীয় পার্লামেন্টে সফর বাতিল করেছেন অ্যামিচাই চিকলি।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, পূর্ণ সতর্কতার আলোকে নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে অ্যামিচাই চিকলির সফর বাতিল করা হলো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img