অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ইতিমধ্যে রেলকর্মীদের কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, অন্যান্য দাবি-দাওয়াগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। এখানে যৌক্তিক কিছু নিয়ে আসলে, অর্থ মন্ত্রণালয় মানা করবে না। মানবিক কারণে বা মানুষের চাকরির ব্যাপারে সমস্যা হলে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রেলকর্মচারীদের কিছু দাবি ছিল, আমরা বেশ কয়েকদিন আগেই তাদের সুবিধা দিয়েছি। তারপরও তারা কেন এমন করেছে, এটা তাদের ব্যাপার।
অর্থ উপদেষ্টা বলেন, প্রত্যেকের একাধিক দাবি-দাওয়া থাকে। তারা বলেন ওভারটাইম অ্যালাও করতে হবে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করেছি। যেভাবে দেওয়ার দিয়েছি। আমার মনে হয় মোটামুটি যেটা যৌক্তিক ছিল সে সুবিধে আমরা দিয়েছি।
আগে কত বরাদ্দ দিয়েছেন, নতুন করে কত বরাদ্দ চাওয়া হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ওভারটাইমের ইস্যু নিয়ে ওরা যেটা বলেছে, সেটা আমরা সমাধান করেছি। এখন যদি বলে পেনশন গ্র্যাচুইটি যোগ করতে হবে। সেক্ষেত্রে অন্যান্য সংস্থার তো আরও অনেক দাবি আছে।
এখন যেসব দাবি-দাওয়া নিয়ে রেল বন্ধ করে দিয়েছে, এটির কী হবে? সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা আরও বলেন, এটা রেলওয়ে উপদেষ্টা বলবেন।