শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

গাজ্জাবাসীর টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ চান জার্মান চ্যান্সেলর

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ গাজ্জায় ফিলিস্তিনিদের জন্য একটি টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরির জন্য শক্তিশালী আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনি এ আহ্বান জানান।

বার্লিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব পক্ষকে গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন, সব জিম্মিকে মুক্তি এবং ছিটমহলে আরও মানবিক সহায়তা বাড়ানোর অনুমতি দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এখন গাজ্জা উপত্যকার রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যতের পরিকল্পনা করার উপযুক্ত সময়।

তিনি আরও বলেন, গাজ্জার বাসিন্দাদের স্বাধীন ও সম্মানজনক জীবনের একটি রূপরেখা দরকার। জার্মানি এবং ইইউ এ লক্ষ্য অর্জনে সহায়তা করতে প্রস্তুত।

শলৎজ বলেন, বার্লিন এবং তার আন্তর্জাতিক অংশীদাররা গাজ্জার দায়িত্ব গ্রহণকারী একটি সংস্কারকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সমর্থন করবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img