মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

সুইডেনে কুরআন অবমাননাকারি সেই সালওয়ান মোমিকাকে গুলি করে হত্যা

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানো সেই ইরাকি নাগরিক সালওয়ান মোমিকা গুলিতে নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় স্টকহোমের সডারতালিয়া শহরের একটি অ্যাপার্টমেন্টে তাকে হত্যা করা হয়।

স্টকহোম পুলিশ জানায়, বুধবার রাতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয় এবং এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গুলির সময় মোমিকা সামাজিক মাধ্যমে লাইভ স্ট্রিম করছিলেন।

৩৮ বছর বয়সী মোমিকা ২০২৩ সালে স্টকহোমের সেন্ট্রাল মসজিদের সামনে পবিত্র কুরআন পোড়ান, যা বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

বৃহস্পতিবার তার মামলার রায় ঘোষণার কথা ছিল। তবে স্টকহোম জেলা আদালত জানায়, আসামিদের একজন নিহত হওয়ায় রায় স্থগিত করা হয়েছে।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img