শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

গাজ্জা পুনর্গঠন নিয়ে হামাস নেতাদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

গাজ্জা পুনর্নির্মাণ ও সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা নিয়ে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কাতারের দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তাসনিম নিউজের প্রতিবেদনে জানা গেছে, বৈঠকে হামাসের শীর্ষ নেতারা, বিশেষ হামাসের শুরা উপদেষ্টা পরিষদের প্রধান মোহাম্মদ দারওইশ এবং সংগঠনের প্রধান আলোচনা পরিচালক খালিল আল-হাইয়া উপস্থিত ছিলেন।

আল-আকসা স্টর্ম অপারেশনকে ফিলিস্তিনির সংগ্রামের একটি মোড় নেওয়ার পয়েন্ট হিসেবে বর্ণনা করে দারওইশ বলেন, যুদ্ধ এবং অন্যান্য উপায়ে ইসরাইলের ফিলিস্তিনিদের উচ্ছেদ করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি ফিলিস্তিনি জনগণের তাদের অধিকার, পবিত্র স্থান এবং আল-আকসা মসজিদ রক্ষায় দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন।

আরাগচি ইরানের পক্ষ থেকে ফিলিস্তিনিদের প্রতি অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং গাজ্জার প্রতিরোধের প্রশংসা করেন, যা ইসরাইলের সামরিক শ্রেষ্ঠত্বের দাবিকে মিথ্যা প্রমাণিত করেছে। তিনি গাজার অবিস্মরণীয় সাহসী অপারেশনকে উল্লিখিত করেন, যা সামরিক এবং আলোচনা উভয় দিক দিয়েই যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে এসেছে ১৫ মাসের গণহত্যামূলক যুদ্ধের পর।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img