মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

কিরগিজস্তানে নিষিদ্ধ হিজাব; আইন ভঙ্গ করলে ২৩০ ডলার জরিমানা

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। এই আইন ভঙ্গ করলে ২৩০ ডলার জরিমানা গুনতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে এই আইন কার্যকর হয়েছে।

কিরগিজস্তানের আইনপ্রণেতারা বলেছেন, নিরাপত্তার জন্য নিকাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে- যেন প্রকাশ্যে মানুষের মুখ দেখা যায় এবং তাদের চিহ্নিত করা যায়।

তবে দেশটির বিরোধীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের মতে, এই আইনের ফলে নারীরা কী পরবে- তাদের এই স্বাধীনতা খর্ব হবে।

গত কয়েক বছর ধরে দেশটিতে হিজাব নিয়ে ব্যাপক বিতর্ক চলছিল। তবে শেষমেশ দেশটিতে হিজাব নিষিদ্ধ হলো। এর আগে মধ্য এশিয়ার একমাত্র দেশ হিসেবে কিরগিজস্তানে স্কুল ও সরকারি ভবনে নিকাব পরিধানে কোনো বিধিনিষেধ ছিল না।

সূত্র: রেডিও ফ্রি এশিয়া

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img