সৌদি আরবের পর এবর তুরস্ক সফরে যাচ্ছেন সিরিয়া বিপ্লবের প্রধান নেতা ও অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শা’রা আল জুলানী।
আগামিকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তুরস্ক সফরে যাচ্ছেন তিনি।
ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা পর দ্বিতীয় আন্তর্জাতিক সফরে এর আগে প্রথম বিদেশ সফরে গতকাল রোববার সৌদি আরবে যান তিনি।
সিরিয়ার প্রেসিডেন্টের যোগাযোগ প্রধান ফাহরেত্তিন আলতুন সোমবার এক্স পোস্টে জানান, আমাদের প্রেসিডেন্ট আল-শারা এরদোগানের আমন্ত্রণে মঙ্গলবার আঙ্কারা সফর করবেন।
তিনি বলেন, আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এরদোগান ও শারার মধ্যে আলোচনায় সিরিয়ায় অর্থনৈতিক পুনরুদ্ধার, টেকসই স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য নেওয়া যৌথ পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হবে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, সিরিয়ার স্বাধীনতা ফিরে পাওয়ার পর তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে এবং নতুন মাত্রা পাবে।









