শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

এরদোগানের আমন্ত্রণে আগামিকাল তুরস্কে যাচ্ছেন জুলানী

সৌদি আরবের পর এবর তুরস্ক সফরে যাচ্ছেন সিরিয়া বিপ্লবের প্রধান নেতা ও অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শা’রা আল জুলানী।

আগামিকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তুরস্ক সফরে যাচ্ছেন তিনি।

ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা পর দ্বিতীয় আন্তর্জাতিক সফরে এর আগে প্রথম বিদেশ সফরে গতকাল রোববার সৌদি আরবে যান তিনি।

সিরিয়ার প্রেসিডেন্টের যোগাযোগ প্রধান ফাহরেত্তিন আলতুন সোমবার এক্স পোস্টে জানান, আমাদের প্রেসিডেন্ট আল-শারা এরদোগানের আমন্ত্রণে মঙ্গলবার আঙ্কারা সফর করবেন।

তিনি বলেন, আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এরদোগান ও শারার মধ্যে আলোচনায় সিরিয়ায় অর্থনৈতিক পুনরুদ্ধার, টেকসই স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য নেওয়া যৌথ পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হবে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, সিরিয়ার স্বাধীনতা ফিরে পাওয়ার পর তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে এবং নতুন মাত্রা পাবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img