বুধবার, মার্চ ১২, ২০২৫

বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করার অনুমতি পেল পাকিস্তানের ফ্লাই জিন্নাহ

বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ। ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে তারা। এই অনুমতির কারণে প্রায় এক দশক পর দুই শহরের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ফ্লাই জিন্নাহ আমাদের কাছে ফ্লাইট পরিচালনার আবেদন করেছিল, আমরা তা অনুমোদন করেছি।

তিনি আরও বলেন, এখন তারা (ফ্লাই জিন্নাহ) একজন জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগ করবে। তারা স্লট এবং ফ্রিকোয়েন্সির জন্য আবেদন করলে তাও দেওয়া হবে। এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন পতাকাবাহী বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ২০১৫ সালে এই রুটে সর্বশেষ সরাসরি ফ্লাইট পরিচালনা করেছিল।

সূত্র : বাসস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img