আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজ্জা খালি করার পরিকল্পনার বিরোধিতা করে পাঁচ আরব পররাষ্ট্রমন্ত্রী ও ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) চিঠিচি পাঠানো হয়।
চিঠিতে সই করেছেন জর্ডান, মিসর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এ ছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল-শেখও চিঠিতে স্বাক্ষর করেছেন।
পাঠানো যৌথ চিঠিতে আরব কূটনীতিকেরা স্পষ্টভাবে বলেছেন, গাাজ্জা উপত্যকা পুনর্গঠনের দায়িত্ব গাজ্জাবাসীর হাতেই থাকতে হবে। ফিলিস্তিনিদের তাদের ভূমিতেই বসবাসের অধিকার নিশ্চিত করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, গাজ্জা পুনর্গঠনের সময় ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব কেড়ে নেওয়া উচিত নয়। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন থাকা জরুরি হলেও, নেতৃত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকতে হবে।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি ট্রাম্প প্রথমবারের মতো গাজ্জা উপত্যকা খালি করার প্রস্তাব দেন। তিনি গাজ্জা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জর্ডান ও মিসরে স্থানান্তরের পক্ষে মত দেন।
ট্রাম্পের প্রস্তাব ইতিমধ্যে আরব দেশগুলোর ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে। আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। আরব নেতারা গাজ্জায় স্থায়ী সমাধান এবং ফিলিস্তিনিদের ভূমিতে ফেরার অধিকার নিশ্চিত করতে চাইছেন। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব এই বিরোধিতার প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানায়।









