শুক্রবার, মে ৯, ২০২৫

ইসলামী আন্দোলন রাজনীতিতে গুণগত পরিবর্তন চায় : চরমোনাই পীর

spot_imgspot_img

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশে সুস্থ ধারার রাজনীতি নেই। মানুষের নাগরিক ও মানবিক অধিকার ভুলুণ্ঠিত। দেশে একদলীয় ও কর্তৃত্ববাদী শাসন চলছে। নিয়মতান্ত্রিক রাজনীতির পথ রুদ্ধ করে রেখেছে সরকার।

তিনি বলেন, সর্বত্র ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। মানুষের জান-মাল, ইজ্জত আব্রুর নিরাপত্তা নেই। সরকার প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। সর্বত্র দুর্নীতি, লুটপাট চলছে।

আজ (১ জানুয়ারি)  শনিবার পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিসে শুরার দ্বি-বার্ষিক অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুরার অধিবেশনে ১১ সদস্যের প্রেসিডিয়াম, ৬৩ সদস্যের কেন্দ্রীয় মজলিসে আমেলা এবং ১৯ সদস্যের উপদেষ্টা পরিষদ পূন:গঠন করা হয়। শুরার অধিবেশনে বিগত সেশনের সাংগঠনিক প্রতিবেদন পেশ এবং আগামী দুই বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও স্থানীয় পৌরসভা ও ৪৫৫৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্যে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img