গাজ্জায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ধ্বংস্তুপের নিচে থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক ফিলিস্তিনিদের লাশ। এবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনাদের তৈরী করা মাটির স্তুপের নিচে পাওয়া গেল ৬৬ ফিলিস্তিনির লাশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি প্রতিবেদনে জানায়, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো উত্তর গাজ্জায় ইসারাইলি সামরিক বাহিনীর নির্মিত বালির ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার করেছে।
গাজ্জার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় ৩৭টি এবং গাজ্জার শহরের শাতি শরণার্থী শিবিরে ২৯ জনের লাশ পাওয়া গেছে।
তিনি বলেন, অনেক কবর এখনও আবিষ্কৃত হয়নি, কারণ ইসরাইলি স্থল অভিযানের সময় ফিলিস্তিনিরা তাদের মৃতদের রাস্তায়, স্কোয়ার এবং পাবলিক পার্কে কবর দিতে বাধ্য হয়েছিল। সিভিল ডিফেন্স টিম এবং মেডিকেল ক্রুরা সীমিত সম্পদ থাকা সত্ত্বেও ধ্বংসস্তূপ এবং বালির ঢিবির নিচ থেকে লাশ উদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করছে।









