তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বাড়াতে হেরাতে ব্যাপকভাবে ক্ষুদ্র শিল্প কারখানা স্থাপন কর্মসূচি শুরু করলো ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দেশটির তালেবান নেতৃত্বাধীন প্রদেশিক সরকার এই কর্মসূচির উদ্বোধন করেন।
এবিষয়ে হেরাতের শিল্প ও বাণিজ্য অধিদপ্তরের প্রধান মুহাম্মদ বশির সিরাত বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য হল শিল্পায়ন ও ক্ষুদ্র শিল্পে সমর্থনের সংস্কৃতি গড়ে তোলা। দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করা।
হেরাত চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মাইনসের প্রধান হামিদুল্লাহ খাদেম বলেন, স্বনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ জাতি হতে আমাদের অবশ্যই আফগানিস্তানে কর্ম ও উৎপাদনের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। দেশের জনগণ প্রতিদিন এমন সব পণ্য কিনতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যা দেশেই উৎপাদন সম্ভব এবং আফগানিস্তান যা নিজেরাই উৎপাদনের ক্ষমতা রাখে।
সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে হেরাতের ক্ষুদ্র শিল্পের মালিক ও ব্যবসায়ীগণ। বাণিজ্য ও শিল্পে আরও বেশি সহায়তা ও সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানিয়েছেন তারা।
তারা জানান, দেশীয় উৎপাদন সম্প্রসারণের পর্যাপ্ত ক্ষমতা রয়েছে তাদের, যা আমদানিকৃত পণ্যের অভাব পূরণ করতে সক্ষম।
এছাড়া হেরাতের স্থানীয় উদ্যোক্তা ফাহিম আমিরি সরকারের এই কর্মসূচি উপলক্ষে বলেন, এখন থেকে আমরা হেরাতে আমাদের মৌলিক চাহিদার জিনিসপত্র উৎপাদন করতে পারবো। এবিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে আমাদের।
হেরাত সরকারের পরিসংখ্যান অনুসারে, প্রদেশটিতে বর্তমানে দু’হাজারের অধিক ক্ষুদ্র শিল্প কার্যক্রম চালু রয়েছে। যার মধ্যে ১,২০০টি নারী দ্বারা পরিচালিত এবং প্রায় ৭০০টি পুরুষ দ্বারা পরিচালিত হচ্ছে।
সূত্র: টলো নিউজ









