হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব, পলাতক প্রধানমন্ত্রী খুনি হাসিনার দাম্ভিকতা মূলক বক্তব্যের কারণে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ ছয় মাস যাবত স্থিতিশীল অবস্থায় সুন্দরভাবে চলছিল। পলাতক খুনি হাসিনা জুলাই বিপ্লব নিয়ে লাইভে এসে তুচ্ছ-তাচ্ছিল্য মূলক বক্তব্য দেওয়ায় ছাত্র-জনতার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে যার ফলশ্রুতিতে ধানমন্ডি ৩২ নম্বরসহ দেশের বিভিন্ন স্থানে হাসিনার দোসরদের স্থাপনায় ভাঙচুর হয়েছে। এর জন্য দায়ী শেখ হাসিনাই।
শনিবার (৮ ফেব্রুয়ারি) হেফাজতে ইসলামের ঢাকা মহানগর যাত্রাবাড়ী জোনের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে মুফতী আজারুল ইসলামকে সভাপতি, মুফতি শরীফুল্লাহকে সাধারণ সম্পাদক, মাওলানা নূর হোসাইন নূরানীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আনিসুর রহমানকে অর্থ সম্পাদক, মুফতী লোকমান হোসাইনকে প্রচার সম্পাদক এবং মাওলানা নাঈমুল ইসলামকে দপ্তর সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
হেফাজতে ইসলাম যাত্রাবাড়ী জোনের সভাপতি মুফতি আজহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি শরীফুল্লাহর পরিচালনায় কাউন্সিল অধিবেশনে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, মাওলানা রশিদ আহমদ, মাওলানা তৈয়ব আল হোসাইনী, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা রাশেদ বিন নুর, মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।