আসন্ন হজ্ব মৌসুমকে সামনে রেখে মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে হজ্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখার জন্য।
শনিবার ৮ ফেব্রুয়ারি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, কিছু ব্যক্তি ওমরাহ ও ব্যবসায়িক মাল্টিপল এন্ট্রি ভিসার অপব্যবহার করে হজ্ব পালন করছিলেন, যা বিদ্যমান নিয়মের পরিপন্থী। ফলে, এই ধরনের অনিয়ম রোধ করতে এবং হজ্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন এই নীতি গ্রহণ করা হয়েছে।
সৌদি সরকার বিশেষত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জর্ডানসহ কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের বিজনেস ও ওমরাহ মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। তবে একক এন্ট্রি ওমরাহ ভিসা এবং সরকার অনুমোদিত হজ্ব এজেন্সির মাধ্যমে হজ্ব ভিসা প্রদান অব্যাহত থাকবে।
এছাড়াও, সৌদি সরকার হজ্ব এজেন্সির মালিকদের জন্য মোনাজ্জেম ভিসা প্রদান বন্ধ করেছে, যার ফলে এজেন্সি মালিকদের জন্য হজ্ব সম্পর্কিত কার্যক্রম পরিচালনায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে