বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

অপরেশন ডেভিল হান্ট; গাজীপুরে আ.লীগের ৮২ নেতাকর্মী আটক

শনিবার থেকে শুরু হওয়া দেশব্যাপি অপারেশন ডেভিল হান্টে গাজীপুর থেকে ৮২ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গাজীপুর জেলার পাঁচ থানায় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়েছে। আর মহানগরীর আট থানায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে ৪২ জনকে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টার দিকে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চলমান রয়েছে।

তিনি জানান, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (রোববার সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে।

এদিকে মহানগরীতে অপারেশ ডেভিল হান্ট পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহানগরীর আট থানায় মোট ৪২জনকে আটক করা হয়েছে। এর মধ্যে পূবাইল ও কোনাবাড়ি থানায় দুজন করে, বাসন ও টঙ্গী পূর্ব থানায় ৭ জন করে, মেট্রো সদর থানায় ১৬ জন, গাছা থানায় পাঁচজন ও কাশিমপুর থানা এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img