শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

গাজ্জা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা নিশ্চিতভাবে ব্যর্থ হবে : হামাস নেতা হাইয়া

ফিলিস্তিনে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, গাজ্জা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিশ্চিতভাবে ব্যর্থ হবে।

সোমবার (১০ ফ্রেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে সমবেত লাখো জনতার উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন।

খলিল আল-হাইয়া বলেন, আমরা তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেবে যেভাবে তাদের আগে আরো অনেক পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছি।

এর আগে ট্রাম্পের পরিকল্পনার জবাবে এক বিবৃতিতে হামাস বলেছে, রিয়াল স্টেট ডিলারের মতো ট্রাম্প যেসব কথাবার্তা বলছেন তা ব্যর্থতায় পর্যবসিত হবে।

হামাস নেতা ইজ্জাত আর-রিশক মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করে বলেছেন, ফিলিস্তিনসহ গোটা পশ্চিম এশিয়া অঞ্চল সম্পর্কে একজন অজ্ঞ ব্যক্তির মুখ দিয়েই এমন কথা বের হতে পারে। গাজ্জা কেনাবেচা করার মতো কোনো ভূখণ্ড নয়। এটি অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img