মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

ট্রাম্পের মন জয় করতে একগুচ্ছ উপহার দিবেন মোদি

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে ট্রম্পের মন জয় করতে একগুচ্ছ উপহার নিয়েছেন। সেগুলো হলো, আমেরিকার কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যুদ্ধযান এবং বিমানের ইঞ্জিন কেনার প্রতিশ্রুতি। চীন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আশ্বাসও দেবেন তিনি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, মোদির সঙ্গে ট্রাম্পের বাণিজ্যিক বিষয়ে আলোচনা হবে। দুজন ভারতে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য রপ্তানি এবং পারমাণবিক শক্তি নিয়ে কথা বলতে পারেন। এছাড়া বেশ কয়েকটি খাতে শুল্ক ছাড়ের ব্যাপারে আলোচনা হবে। যারমধ্যে রয়েছে বৈদ্যুতিক, মেডিকেল, অস্ত্রোপচার সংশ্লিষ্ট যন্ত্রাংশ এবং রাসায়নিক।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img