শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

গাজ্জা চিরকাল ফিলিস্তিনিদের থাকবে : এরদোগান

গাজ্জা থেকে ফিলিস্তিনিদের বের করে দেওয়ার প্রস্তাবের সমালোচনা পুনর্ব্যক্ত তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আল্লাহর ইচ্ছায় গাজ্জা চিরকাল গাজ্জাবাসীদের থাকবে, চিরকাল থাকবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পাকিস্তানে এক ব্যবাসয়িক ফোরামে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, গাজ্জায় ১৫ মাস গণহত্যা চালিয়েছে ইসরাইল। অবশেষে গত ১৯ জানুয়ারি সেখানে অস্থায়ী যুদ্ধবিরতি হয়, এটা অবশ্যই আমাদের জন্য অন্যতম সুসংবাদ।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত ইসরাইল তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতি এখন অচল হয়ে পড়েছে। আমি আশা করি একটি মানবিক জোট, বিশেষ করে আরব এবং মুসলিম বিশ্ব এই সংকটময় সময়ে গাজাবাসীকে পরিত্যাগ করবে না।

গাজ্জা যুদ্ধের শুরু থেকেই ইসরাইলের নৃশংস হামলার তীব্র সমালোচনা করেছে তুরস্ক। ইসরাইলকে সমর্থন করায় অনেক পশ্চিমা মিত্রদের তিরস্কারও করেছে দেশটি। গাজ্জা যুদ্ধের প্রতিবাদে ২০২৪ সালের মে মাসে ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের গণহত্যার বিচারের জন্য দক্ষিণ আফ্রিকার উদ্যোগে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img