মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

পাকিস্তানের সাথে ২৪টি চুক্তিতে স্বাক্ষর করেছেন এরদোগান

পাকিস্তান সফরে শেষে দেশে ফিরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও অন্যদের সঙ্গে বৈঠক করেছেন এরদোগান। বৈঠকে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মোট ২৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুই দিনের রাষ্ট্রিয় সফরে পাকিস্তানে যান এরদোগন।

এরদোগানকে উষ্ণভাবে বিদায় জানানোর পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যকে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছি। এই সফরটি দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে।

পাকিস্তান সফরে এরদোগান এবং শাহবাজ বাণিজ্য, মিডিয়া, প্রতিরক্ষা এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ২৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। চুক্তির লক্ষ্য দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং প্রযুক্তিগত বিনিময় বৃদ্ধি করা।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img