মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জাকে নিয়ে আজ রাতে ইসরাইল যা সিদ্ধান্ত নেবে আমরা সমর্থন দেব: ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজ রাতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল যে সিদ্ধান্ত নিবে সেটিকে সমর্থন জানাবে মার্কিন যুক্তরাষ্ট্র।
এর আগে ট্রম্প ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীকে হুমকি দিয়েছিলেন যে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দিলে গাজ্জাকে নরকে পরিণত করা হবে।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) হামাস তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার কয়েক ঘন্টা পরে সামাজিক মাধ্যম ট্রুথে দেওয়া এক পোষ্টে তিনি এ কথা বলেন।

ট্রাম্প লিখেছেন, (যে তিন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে) তাদের দেখে মনে হচ্ছে ভালো আছে। ইসরাইলকে এখন শনিবার রাত ১২টার মধ্যে সব জিম্মিকে মুক্তির আলটিমেটামের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তারা যে সিদ্ধান্ত নেবে আমেরিকা সেটিকে সমর্থন জানাবে।
ট্রাম্পের এমন হুমকির মধ্যে শনিবার রাতে নিরাপত্তা বৈঠকে বসতে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ট্রাম্পের হুমকির মধ্যে সশস্ত্র গোষ্ঠী হামাস একটি বিবৃতি দিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে যেন ইসরাইলকে যুদ্ধবিরতির চুক্তি মানতে বাধ্য করে তারা।

হামাস বলেছে, আলোচনা ছাড়া ইসরাইল জিম্মিদের কোনোভাবেই মুক্ত করতে পারবে না।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img