শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

গাজ্জা ফিলিস্তিনি জনগণের, কোন রাজনৈতিক লেনদেনের দর-কষাকষির পণ্য নয়: চীন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, গাজ্জা ও পশ্চিম তীর ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি। এটি কোনো রাজনৈতিক লেনদেনের দর-কষাকষির পন্য নয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

ওয়াং ই বলেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ দুই-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে নির্ধারিত হওয়া জরুরি। যুদ্ধ পরবর্তী গাজ্জার শাসন ব্যবস্থায় ফিলিস্তিনিদের শাসনের অধিকার নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ নীতি।

তিনি বলেন, কোনো দেশ যদি কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করতে চায়, তবে তা মেনে নেওয়া যায় না। নিরাপত্তা পরিষদকে সংকীর্ণ ভূ-রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য ও সহযোগিতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বলপ্রয়োগ, প্রতারণা বা ব্ল্যাকমেইল কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই আরোপিত যে কোনো একতরফা নিষেধাজ্ঞা আইনগত ভিত্তিহীন, অযৌক্তিক এবং সাধারণ জ্ঞানের পরিপন্থি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img