মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

হামলার হুমকিতে দিল্লি অবতারণ না করে ইতালিতে গেলো মার্কিন যাত্রীবাহী বিমান

হামলার হুমকিতে দিল্লি অবতারণ না করে ইতালিতে গেলো মার্কিন যাত্রীবাহী বিমান আমেরিকান এয়ারলাইনস-২৯২ ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) আমেরিকান এয়ারলাইনসের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা জনিত কারণে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া আমাদের নিউইয়র্ক-দিল্লিগামী ফ্লাইট-২৯২ আন্তর্জাতিক ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতারণের পরিবর্তে ইতালির লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দরের উদ্দেশ্যে ফিরে গিয়েছে এবং সেখানে নিরাপদে অবতারণ করে। সাহায্য চাওয়ার পর ইতালিয়ান বিমানবাহিনীর কয়েকটি যুদ্ধবিমান আকাশপথে আমাদের নিরাপত্তা দেয় এবং রোমের বিমানবন্দরে অবতারণ করতে সাহায্য করে।

এয়ারলাইনসের একজন উর্ধ্বতন কর্মকতা জানান, তারা ইমেইল মারফত ফ্লাইট-২৯২ তে বোমা হামলার হুমকি পান। যার ফলে দিল্লির পরিবর্তে ফ্লাইটটিকে রোমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তবে পরবর্তীতে হুমকিটি ভিত্তিহীন বলে প্রকাশ পায়। প্লেনে ও যাত্রীদের মাঝে দূর নিয়ন্ত্রিত বিস্ফোরণযোগ্য কোনোকিছুই পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img