ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেছেন, নতুন সেনাপ্রধান আয়াল জামিরের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সহায়তায় ইসরাইলি বাহিনী গাজ্জা দখলের জন্য প্রস্তুত।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইসরাইলের সংসদ কনেসেটের এক বৈঠকে তিনি এ এসব বলেন।
স্মোটরিচ বলেন, বর্তমানে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে এবং এটি লেবানন সরকার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের স্থলপথে সরবরাহ ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে এবং নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইসরাইল গাজ্জায় সামরিক অভিযান আরও তীব্র করার পরিকল্পনা করছে।
তিনি বলেন, ইসরাইল গাজ্জা পশ্চিম তীর ও উত্তর গাজ্জার জাবালিয়ার মতো করে তুলতে চায়, যেখানে তারা আগেই জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে। ইসরাইল এর আগেও পশ্চিম তীরের শরণার্থী শিবির থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করেছে এবং তাদের বসতি ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, যখন আমরা যুদ্ধ শুরু করব, তখন তাদের বিরুদ্ধে কঠোর শক্তি প্রয়োগ করব এবং এমন আঘাত দেব যা তারা সহজে সামলাতে পারবে না। আমরা তাদের এক বিন্দুও অবশিষ্ট রাখব না। ইসরাইলি সামরিক বাহিনী ইতোমধ্যে পশ্চিম তীরে হামাসের বিরুদ্ধে ট্যাংক ও সাঁজোয়া যান ব্যবহার করছে।
তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি











