মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

১০ দিন ধরে হাসপাতালে পোপ ফ্রান্সিস; ভুগছেন বিভিন্ন দুরারোগ্য ব্যধিতে

১০ দিন ধরে হাসপাতালে রয়েছেন খ্রিস্টান বিশ্বের সর্বোচ্চ ধর্মপ্রধান পোপ ফ্রান্সিস।

সম্প্রতি ভ্যাটিকান সিটির পক্ষ থেকে তার বর্তমান অবস্থা সম্পর্কে বার্তা দেওয়া হয়।

বার্তায় জানানো হয়, ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত ১৪ ফেব্রুয়ারি থেকে রোমের জেমেলি হাসপাতালে রয়েছেন পোপ ফ্রান্সিস। তাকে ডাবল নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে। তার কিডনি সমস্যাও রয়েছে তবে তা গুরুতর নয়।

আরো জানানো হয়, ডাবল নিউমোনিয়ার ফলে যে আশঙ্কাজনক শ্বাসতান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিলো তা বর্তমানে কমে এসেছে। তিনি এখন ঠিক মতো শ্বাস নিতে ও চলাফেরা করতে শুরু করেছেন। চিকিৎসকদের তত্বাবধানে থেকে হাসপাতালে প্রার্থনাও করেছেন। তার স্বাস্থ্যের অবস্থা পূর্বের তুলনায় উন্নতির দিকে রয়েছে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, এর পূর্বে চিকিৎসকগণ তার অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন। তার আরোগ্যের জন্য ভ্যাটিকান সহ সমগ্র বিশ্বকে প্রার্থনার আহবান জানিয়েছিলেন।

এছাড়া পোপের সহচরেররা জানিয়েছেন, পোপ তাদের বলেছেন তার সময় ঘনিয়ে আসছে। এজন্য তিনি তার উত্তরসূরী নির্বাচনের কথা ভাবছেন।

২০১৩ এর ১৩ মার্চ তিনি পোপ বেন্ডিক্ট ষোড়শের উত্তরসূরী নির্বাচিত হয়ে ভ্যাটিকান ও খ্রিস্টান বিশ্বের সর্বোচ্চ ধর্মপ্রধান নিযুক্ত হয়েছিলেন। পোপ নির্বাচিত হওয়ার পর নিজের জন্য আসিসির খ্রিস্ট ধর্মগুরু সেইন্ট ফ্রান্সিসের নাম ধারণ করেছিলেন।

খ্রিস্টান বিশ্বের এই সর্বোচ্চ ধর্মপ্রধান বিভিন্ন নিকৃষ্ট অপরাধের দায়ে অভিযুক্ত রয়েছেন।

সূত্র: আনাদোলু, এআরওয়াই নিউজ

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img