রবিবার | ২৬ অক্টোবর | ২০২৫

ধর্ম অবমাননাকারী রাখাল রাহার বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা

ইসলাম ধর্ম অবমাননার দায়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মতিঝিল থানায় এ মামলা করা হয়।

মতিঝিল থানার ওসি মো মেজবাহ উদ্দিন মামলা দায়ের করার সত্যতা নিশ্চিত করে বলেন, রাখাল রাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে থানার বাইরে থাকায় তিনি এই রিপোর্ট লেখার সময় বিস্তারিত বলতে পারছেন না।

মতিঝিল থানার একটি সূত্রে জানা গেছে, রাখাল রাহার বিরুদ্ধে দায়ের করা অভিযোগে বলা হয়েছে। রাখাল রাহা একটি পোস্টে তিনি তাহাজ্জুদ, আল্লাহ শব্দগুলোর ব্যঙ্গ এবং বিকৃতি করেছেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য রাখাল রাহা (সাজ্জাদুর রহমান) আল্লাহ তাআলার শানে চরম ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে ফেসবুকে একটি পোস্ট প্রকাশ করেন। মন্তব্যের মাধ্যমে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ওপর আঘাত করেছেন।

রাখাল রাহাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে তার বিরুদ্ধে অভিযোগকারীরা বলেন, এই ধরনের বক্তব্য শুধু মাত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি পরিকল্পিতভাবে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি, সামাজিক বিভাজন উস্কে দেওয়া এবং জাতীয় স্থিতিশীলতা বিনষ্টের একটি উসকানিমূলক প্রচেষ্টা।

এর আগে, ধর্ম অবমাননার কারণে তাকে এনসিটিবির ওই কমিটি থেকে দ্রুত বহিষ্কারপূর্বক বিচারের মুখোমুখি করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমানসহ বিভিন্ন ইসলামিক সংগঠন। একই সাথে ১৫০ আলেম রাখাল রাহার বিচার চেয়ে বিবৃতি প্রদান করেছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img