যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল (২৫ ফেব্রুয়ারি) সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল-সৌদের সাথে সাক্ষাৎ করেছেন।
তারা সৌদি-যুক্তরাষ্ট্র নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন।
লোহিত সাগরের নিরাপত্তা এবং নৌ চলাচলের স্বাধীনতা অন্তর্ভুক্ত করার জন্য সিরিয়া, লেবানন, গাজ্জা এবং সমগ্র অঞ্চলে যৌথভাবে শান্তি ও স্থিতিশীলতা প্রচারের উপায় নিয়েও আলোচনা করেছেন তারা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুথিদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার কথা তুলে ধরেন।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানকে দ্বিপাক্ষিক আলোচনার জন্য পেন্টাগনে স্বাগত জানান।
সৌদি আরবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক পুনঃস্থাপন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার পর খালিদ বিন সালমান যুক্তরাষ্ট্রে এসেছেন। হেগসেথ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা আয়োজন করার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবে যোগ দেন।
সূত্র: ভয়েস অব আমেরিকা











