মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

প্রথমবারের মতো জর্দান সফরে সিরিয়ার প্রেসিডেন্ট

আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো জর্দান সফর করছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জর্দানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কা বিমানবন্দরে পৌছান তিনি। এসময় তাকে লাল গালিচার শুভেচ্ছা জানিয়ে গ্রহন করেন জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ।

জর্দানের রাজকীয় আদালত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তবে তিনি ঠিক কয়দিনের সফরে এসেছেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এই সফরে আরো রয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানিসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা।

বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করবেন এই দুই নেতা।

উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল শারার এটি তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি তুরস্ক ও সৌদি আরব সফর করেন।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি ও আরব নিউজ

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img