ইসলাম অবমাননাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার। তিনি বলেন, নবী প্রেমিক তাওহীদি জনতার দাবি একটাই— রাখাল রাহা ও হাসান গালিবকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সরকার যদি টালবাহানা করে, তবে প্রয়োজনে ঢাকা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা চট্টগ্রামের ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানে চট্টগ্রাম উলামা জনতা ঐক্য পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উলামা জনতা ঐক্য পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী হারুন ইজহার বলেন, এই দেশে কোনো খোদাদ্রোহীকে জায়গা দেওয়া হবে না। হযরত শাহজালাল রহ. এদেশে এসে রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে ইসলাম কায়েম করেছিলেন। আমরা শাহজালালের সন্তানেরা জীবিত থাকতে কোনো ইসলামবিদ্বেষী টিকতে পারবে না।
তিনি আরও বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং এই আন্দোলনের দাবানল টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়বে।
বিক্ষোভ মিছিলটি চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদ থেকে শুরু হয়ে বিপ্লব উদ্যানে এসে সমাপ্ত হয়। সমাবেশ শেষে উপস্থিত নেতৃবৃন্দ ইসলাম অবমাননাকারীদের দ্রুত গ্রেফতার, ব্লাসফেমি আইন প্রণয়ন, আসন্ন রমজানে আইনশৃঙ্খলার উন্নতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণের দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তারা আরও বলেন, যদি সরকার ইসলাম ও রাসূলের অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।