দেশের ইসলামী ঘরানার প্রথম অনলাইন পত্রিকা ইনসাফ-এর উদ্যোগে ‘খেলাফত পতনের ১০১ বছর; উম্মাহর করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ইসলামী স্বলার, লেখক, চিন্তক, গবেষক ও রাজনীতিবিদরা।
সোমবার (৩ মার্চ) বিকালে রাজধানীর ফকিরাপুলের হোটেল সেন্ট্রাল ইনে ইনসাফ পাঠচক্রের আসর ‘আড্ডালাপ’-এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার।
এতে বক্তব্য রাখেন, সিয়ান পাবলিকেশন্স-এর স্বত্বাধিকারী শায়খ আহমাদ রফিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
সেমিনারে উপস্থিত ছিলেন, পীর ইয়ামেনি জামে মসজিদের খতীব মুফতী ইমরানুল বারি সিরাজী, সুলতান লেদারের প্রতিষ্ঠাতা এম. মুফাজ্জল ইবনে মাহফুজ, সবার খবরের সম্পাদক আব্দুল গাফফার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন-এর সেক্রেটারি মুহাম্মাদ শফিকুল ইসলাম, খান প্রকাশনীর স্বত্বাধিকারী মাওলানা ইসহাক খান প্রমুখ।
প্রসঙ্গত, আজ থেকে ১০১ বছর আগে ১৯২৪ সালের ৩ মার্চ তুরস্কের পার্লামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে খেলাফতে উসমানীকে বিলুপ্ত করা হয়। এই হটকারী সিদ্ধান্তের মাধ্যমেই কার্যত বিশ্ব থেকে তখন খেলাফত ব্যবস্থার বিলুপ্তি ঘটে।