বুধবার, মার্চ ১২, ২০২৫

পাক-আফগান সীমান্ত নিরাপত্তায় উভয় দেশের বৈঠকে বসা জরুরী: পাক উপদেষ্টা

সাম্প্রতিক সময়ে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বেড়েছে সীমান্ত বিরোধ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ। আর এই বিরোধ নিষ্পত্তির জন্য আফগান সরকারের সাথে পাকিস্তান সরকারের বৈঠকের পরামর্শ দিয়েছেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের গভর্নরের উপদেষ্টা ব্যারিস্টার সাইফ। একই কথা বলেছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফেরও (পিটিআই) এক কর্মকর্তা।

পাকিস্তানের দি এক্সপ্রেস ট্রিবিউন অনুসারে, প্রাদেশিক সরকারের নিরাপত্তা বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞার কথা তুলে ধরেছেন ব্যারিস্টার সাইফ। তিনি জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রাদেশিক সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

এছাড়া, বাসিন্দাদের নিরাপত্তা আরো সুদৃঢ় করতে তিনি আফগান সরকারের সঙ্গে একটি জরুরি বৈঠক আয়োজনের উপরও গুরুত্ব আরোপ করেছেন। তাঁর মতে, সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য দুই দেশের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টিকে পাকিস্তান সরকার রাজনৈতিক বিষয়ে পরিণত করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, “কোন কারণে সিন্ধ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তাদের বিদেশ সফরে এই বিষয়ে চুপ ছিলেন।”

তিনি সতর্ক করে বলেছেন, এই ধরনের পদক্ষেপ খাইবার পাখতুনখোয়া প্রদেশের জনগণের উৎকন্ঠাকে আরও বাড়িয়ে তুলবে।

সূত্র: এভিএ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img