বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

মার্কিন সেনাদের উপর হামলায় জড়িত শরফুল্লাহকে আমেরিকার কাছে হস্তান্তর করলো পাকিস্তান

২০২১ সালে সেনা প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরে হামলা চালানো শরফুল্লাহকে আমেরিকার কাছে হস্তান্তর করলো পাকিস্তান।

বৃহস্পতিবার (৬ মার্চ) একথা জানান দেশটির পররাষ্ট্র মুখপাত্র শাফকাত আলি খান।

তিনি বলেন, ২১ এ কাবুল বিমানবন্দরে মার্কিন সেনাদের উপর আত্মঘাতী বোমা হামলার জন্য দায়ী সন্ত্রাসী শরফুল্লাহকে সম্প্রতি গ্রেফতার করতে সক্ষম হয়েছে আমাদের গোয়েন্দা বিভাগ। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী তাকে আজ আমেরিকার কাছে হস্তান্তরও করা হয়েছে।

কাউকে গ্রেফতার ও আমেরিকার কাছে হস্তান্তর যৌক্তিক কি না ও কতটুকু আইনসম্মত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে বলেছেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জন্য জাতিসংঘের প্রস্তাব অনুসারে শরফুল্লাহকে গ্রেফতারের পর আমেরিকার কাছে হস্তান্তর করা হয়েছে। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আমেরিকার সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে পাকিস্তান।

এছাড়া কতটুকু আইনসম্মত এই প্রসঙ্গে বলেন, শরফুল্লাহকে কোন আইনের অধীনে আমেরিকার কাছে হস্তান্তর করা হয়েছে তা আইন মন্ত্রণালয় বিশদ ব্যাখ্যা দিতে পারবে। তাকে গ্রেফতার ও হস্তান্তরের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া হচ্ছে রাষ্ট্রীয় প্রতিক্রিয়া।

বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে নেওয়া হবে কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আফগানিস্তান ও আমেরিকার সরকারের বিষয়। আমরা আফগানিস্তানের সাথে ভালো প্রতিবেশীর সুসম্পর্ক চাই।

অপরদিকে আমেরিকা কর্তৃক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত আফগান নাগরিক শরফুল্লাহকে হস্তান্তর করায় পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কংগ্রেসের এক যৌথ অধিবেশনে তিনি বলেন, আজ আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, কাবুল বিমানবন্দরের অ্যাবে গেইটে ২০২১ সালে সংঘটিত আত্মঘাতী বোমা হামলা ও নৃশংসতার জন্য দায়ী শীর্ষ সন্ত্রাসীকে সম্প্রতি আমরা গ্রেফতার করেছি। তাকে আমেরিকান ন্যায়বিচারের ধারালো তরবারীর মুখোমুখি করতে আজ এখানে নিয়ে আসা হচ্ছে। এই হিংস্রকে ধরতে সাহায্য করার জন্য আমরা ইসলামাবাদ ও পাকিস্তান সরকারকে বিশেষ ধন্যবাদ জানাই।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্যমতে, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর যৌথ তৎপরতায় পাক-আফগান সীমান্ত এলাকা থেকে শরফুল্লাহকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করতে প্রথমে পাকিস্তানের লেফটেন্যান্ট আসেম মালিকের শরণাপন্ন হয় আমেরিকা। শরফুল্লাহ স্থানীয়দের কাছে জাফর নামে পরিচিত ছিলেন।

গত রবিবার (২ মার্চ) গ্রেফতারের পর শরফুল্লাহকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতে যায় আমেরিকার অপর গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এজেন্টরা। এফবিআইয়ের দাবী অনুযায়ী জিজ্ঞাসাবাদে সে জানায়, ২০১৬ সালে আইএস এর খোরাসান শাখায় যোগ দিয়েছিলো সে। এই সংগঠনের পক্ষে বেশকিছু অভিযানেও অংশগ্রহণ করেছিলো সে।

পাকিস্তানের সরকার ও বাহিনী এর আগেও আমেরিকার হাতে অনেক পাকিস্তানি ও আফগান নাগরিককে গ্রেফতার পূর্বক বিচারের জন্য তুলে দিয়েছিলো। যাদের মধ্যে পৃথিবীর প্রথম নারী নিউরোসায়েন্টিস্ট ড. আফিয়া সিদ্দিকী অন্যতম। সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার মিথ্যা অভিযোগে তাকে ২০০৩ সালে ৩ সন্তান সহ গুম করে পাকিস্তানের গোয়েন্দারা। পরবর্তীতে ২০০৮ সালে আফগানিস্তানের গজনী থেকে তাকে গ্রেফতার করে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো হয়। অমানুষিক ও পাশবিক নির্যাতন করা হয়। আমেরিকার কারাগারে তিনি এখনো মানবেতর কারাজীবন কাটাচ্ছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৬ আগস্ট মার্কিন সেনাদের আফগান ত্যাগের সময় কাবুল বিমানবন্দরে ৪-৫ জনের একটি দল অস্ত্র ও বোমা দিয়ে হামলা চালায়। তন্মধ্যে ২জনের হামলার ধরণ ছিলো আত্মঘাতী বোমা হামলা। সেই হামলায় ১৩জন মার্কিন সেনা নিহত হয়।

আমেরিকাকে পরাজিত করা তালেবান ও তাদের সরকার এতে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে বিবৃতি দিয়েছিলো। এই ক্ষয়ক্ষতির দায় আমেরিকাকেই বহন করতে হবে বলে উল্লেখ করেছিলো। কেননা বিমানবন্দরের নিয়ন্ত্রণ তখনো পুরোপুরি তাদের কাছে ছিলো না এবং তাদের নির্দেশনাও মানছিলো না আমেরিকা। তাই তাদের নিরাপত্তা দেওয়াও সম্ভব হচ্ছিলো না বলে জানায়।

সূত্র: এআরওয়াই নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img