ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
রবিবার (৯ মার্চ) রাতে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শেষ হয়।
ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ।
এতে আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হুসাইন নূর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সারোয়ার, কেন্দ্রীয় দাওয়াহ ও দফতর সম্পাদক ইবরাহীম খলিল, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আশিকুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম, যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াস, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি মুহাম্মাদ আবু হানিফ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ আরিয়ান ইমন, ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি আব্দুল কাদের প্রমুখ।