বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

জাতীয় হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ আয়োজিত কৃতি হাফেজে কোরআনদের সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১২মার্চ) চট্টগ্রাম জিইসির মোড় জামান হোটেল এন্ড বিরাণী হাউসে সংগঠনটির আয়োজনে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

জাতীয় হাফেজে কোরআন পরিষদের সভাপতি মাওলানা হাফেজ মুহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা শহিদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ড. শহিদুল হক বলেন, পবিত্র কোরআন শিক্ষার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু কোনো ধরনের ষড়যন্ত্র কোরআনের অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। পৃথিবী যতদিন থাকবে, পবিত্র কোরআনকে মুছে ফেলা যাবে না। ঐ, আমাদের হাফেজরা এই কোরআনকে বুকে ধারণ করেন।

তিনি বলেন, পবিত্র কোরআন হিফজের পাশাপাশি ভালো করে বুঝতে হবে। কুরআনের শিক্ষা অনুযায়ী আমল করতে হবে। তার পাশাপাশি কোরআনের এই পবিত্র বাণী সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আঞ্জুমানে ইত্তেহাদ বায়তুশ শরফ এর সেক্রেটারী হাফেজ আমান উল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা কামরুল ইসলাম কাসেমী, ডা. হাফেজ মুজিবুর রহমান, অধ্যাপক হাফেজ ড. নোমান হাসান মাদানি, কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাফেজ আব্দুর রহমান, হাফেজ মুহাম্মদ সালাহ উদ্দীন,মাওলানা হাফেজ মিসবাহ উদ্দিন,এডভোকেট হাফেজ নাঈম আহসান তালহা,সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মাহফুজুর রহমান মিনহাজ,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ শহিদুল্লাহ,দপ্তর ও প্রচার সম্পাদক মাওলানা হাফেজ মাহবুবুল মান্নান,শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হাফেজ সাঈদ আহমদ নাসিফ,রাঙামাটি জেলা সভাপতি মাওলানা হাফেজ আতাউর রহমান।

ইফতার মাহফিল আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ ডা. সাজ্জাদ রশীদ মারুফ, কার্যকরি পরিষদ সদস্য হাফেজ মাওলানা হাবিব আজাদ, হাফেজ মাওলানা দেলাওয়ার হোসনে সাকী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নোমান ও সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

এ সময় প্রবীণ হাফেজে কোরআন হিসেবে মাওলানা হাফেজ মাহফুজুর রহমান, চিকিৎসা বিষয়ে বিশেষ অবদান রাখায় ডা. হাফেজ মুজিবুর রহমান, সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় হাফেজ আমান উল্লাহ ও বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে মাওলানা হাফেজ ড.নোমান হাসান মাদানিকে সম্মাননা প্রদান করা হয়।

পরে সংবর্ধিত প্রবীণ হাফেজ মাহফুজুর রহমানের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img