আজ ( সোমবার -১০ মার্চ) ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই বৈঠকে আফগানিস্তানের মানবিক পরিস্থিতি, নারীদের বর্তমান অবস্থা ও সাম্প্রতিক পাক-আফগান উত্তেজনাকর পরিস্থিতির বিষয়ে ব্রিফ করবেন জাতিসংঘের বিতর্কিত অঙ্গসংগঠন ইউনামা’র প্রধান রোজা ওটুনবায়েভা।
গতকাল (৯ মার্চ) এক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছে যে, আজ আফগানিস্তান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিকে, আফগানিস্তানে জাতিসংঘের সহযোগিতা মিশনকে (ইউনামা) পক্ষপাতদুষ্ট ও অপ্রয়োজনীয় বলে অভিহিত করেছেন দেশটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেছেন, আফগানিস্তান সম্পর্কে নেতিবাচক রিপোর্টগুলো জাতিসংঘের কাছে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে ইউনামা। আর দুর্ভাগ্যবশত, ভূল ও ত্রুটিযুক্ত এই রিপোর্টের উপর ভিত্তি করে আফগানিস্তান সম্পর্কে বিশ্বের কাছে একটি নেতিবাচক ধারণা তৈরি করে চলেছে জাতিসংঘ। আফগান সরকারের উন্নয়ন, অর্জন, অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও নিরাপত্তা কখোনোই ইউনামার রিপোর্টে স্থান পায়নি।”
উল্লেখ্য, আফগানিস্তানের স্বীকৃতির বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক প্রভাবে প্রভাবিত না হয়ে আফগানিস্তানের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি বিবেচনা করা উচিত জাতিসংঘের।
সূত্র: কাবুল টাইমস