গাজ্জা দখলের পরিকল্পনা থেকে সরে আসায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
বুধবার (১২ মার্চ) আমেরিকার ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের সময় সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি ট্রাম্প এই সিদ্ধান্ত জানান। পরে এক বিবৃতিতে হামাস তাকে স্বাগত জানায়।
বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেমি বলেছেন, যদি আমেরিকার প্রেসিডেন্ট গাজ্জার জনগণকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে সরে আসে, তাহলে তাকে স্বাগত জানানো হবে।