চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলারমাটি শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) চট্টগ্রাম আনোয়ারা টানেল মোড় সংলগ্ন মমতাজ কনভেনশন হলে এটি অনুষ্ঠিত হয়।
বাংলার মাটির পরিচালক মাওলানা জিয়াউদ্দিন আল আজাদের সভাপতিত্বে ও মাওলানা ইউনুস আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উদ্ভোধনী বক্তব্য রাখেন বাংলারমাটির চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এবিএম অলিউল্লাহ।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, ইসলামী সংস্কৃতি স্বকীয় বৈশিষ্ট্য ও আপন গুণে গুনান্বিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমান মুসলিম সমাজেও পাশ্চাত্য তথা পুঁজিবাদ, সমাজতন্ত্র ও পৌত্তলিকতার ভাবধারায় গড়া সংস্কৃতি বিরাজমান। এসব অপসংস্কৃতি থেকে জাতিকে রক্ষা করার জন্য জরুরি ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতির চর্চা এনে দিতে পারে সুস্থ সংস্কৃতি, আর একটি সুস্থ সমাজ গড়ে তুলতে অতীব জরুরি সংস্কৃতির সুস্থতা। অপসংস্কৃতিকে অবসান করে সুস্থ সংস্কৃতির ধারা সমাজে প্রচার ও প্রসার করার লক্ষ্যে বাংলারমাটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা রুহুল্লাহ তালুকদার, প্রফেসর মুহাম্মদ হাসান,বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, ইত্তেহাদুল মুসলিমিন বাংলাদেশের চেয়ারম্যান মুফতী ইমরান ইসলামাবাদী, ইসলামী আন্দোলন নেতা হাফেজ আমির হোসেন, হাফেজ আব্দুল মান্নান, খালিদ মনসুর, সাংবাদিক আব্দুর রহিম, সাংবাদিক মহিউদ্দিন মন্জুর, জাতীয় ওলামা মাশায়েখ আনোয়ারা উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান খান, বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ, মোবাইল ইন্জিনিয়ার শাফায়েত খান, বাংলারমাটির নির্বাহী পরিচালক, মাওলানা ওবায়দুল্লাহ আল ফজল, সহ- পরিচালক আব্দুল আজিজ ফয়সাল, ডিজাইনার শিহাব উদ্দিন, হাবিবুল্লাহ মোর্শেদ, এইচ এম আরিফুল ইসলাম, এইচ এম আতাউল্লাহ।
বাংলার মাটির দায়িত্বশীলদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা ইমতিয়াজ আলী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা ক্বারী সিফাত উল্লাহ, মাওলানা দেলোয়ার, হাফেজ মাওলানা জিসান উদ্দিন, নুরুল আমিন, সাখাওয়াত প্রমূখ।