বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

গত ৪৮ ঘন্টায় ৯৭০ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত দুদিনে গাজ্জায় ৯৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত গাজ্জা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রাণহানির সংখ্যা ৪৮ হাজার ৫৭৭ জনে পৌঁছায়। এরপর বুধবার দুপুরের দিকে এই সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৫৪৭ জনে দাঁড়িয়েছে।

এদিকে, বুধবার গাজ্জায় নিযুক্ত জাতিসংঘের একটি ভবনে চালায় ইসরাইল। এই হামলায় সংস্থাটির একজন বিদেশি কর্মী নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

এ বিষয়ে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি হামলায় জাতিসংঘের প্রতিষ্ঠানে কাজ করা একজন বিদেশি কর্মী নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মধ্য-গাজ্জার গভর্নরেটের সদরদপ্তরে এই ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধারের পর আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়।

সূত্র: এএফপি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img