বুধবার | ২৪ সেপ্টেম্বর | ২০২৫

‘দেশে এমন আজব স্বাস্থ্যমন্ত্রী থাকলে ভ্যাকসিন আসবে কীভাবে?’

স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এমন আজব স্বাস্থ্যমন্ত্রী থাকলে দেশে ভ্যাকসিন আসবে কীভাবে? পৃথিবীর বিভিন্ন দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আমাদের দেশে এখনও হয়নি।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী প্রচারদলের উদ্যোগে ‘ভোটাধিকার হরণ ও গণতন্ত্র নির্বাসনের জঘন্য অধ্যায়’ শীর্ষক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রীকে ‘আজব’ বলে অভিহিত করেন তিনি।

মান্না বলেন, সরকার বলেছে, জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন আসবে। একজন বলছেন, আমরা সরকারের সাথে সরকারি চুক্তি করেছি। আরেকজন এমপি বলেছেন, সরকারের সাথে সরকারের কোনো চুক্তি হয়নি। আমরা প্রাইভেট কোম্পানির সাথে প্রাইভেট কোম্পানির চুক্তি করেছি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মুহাম্মাদ আনোয়ার প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img