শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

সিলেট এমসি কলেজে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাত্র জমিয়ত বাংলাদেশ এমসি কলেজ শাখা আয়োজিত “মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) এমসি কলেজ কলা ভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি এম ছাইফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসাইন আহমদের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।

বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের মধ্য থেকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এমসি কলেজ শাখার সভাপতি আব্দুল বাসিত, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক জাওহার লুকমান মুসান্না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ শাখার প্রতিনিধি আকিব হুসাইন, কওমী স্টুডেন্ট ফোরাম এমসি কলেজের সদস্য সচিব তোফায়েল আহমদ প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আখতারুজ্জামান তালুকদার,মাওলানা সৈয়দ সালিম কাসিমি, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরী, সাবেক সভাপতি আবু খায়ের, এমসি কলেজ শাখার সাবেক সভাপতি হুসাইন আহমদ, মহানগর শাখার সহ সভাপতি নুরুল ইসলাম, বিয়ানীবাজার কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, বড়লেখা ডিগ্রি কলেজ শাখার সদস্য সচিব কিবরিয়া আল মাহমুদ, শাহপরান থানার সেক্রেটারি মীর আইনুল হক, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খুবায়েব বিন জামিল, এমসি কলেজ শাখার সহ সভাপতি ছিদ্দিক আলম, আবুল হাসান, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, অর্থ সম্পাদক উমর আলী, প্রচার সম্পাদক সাইফুর রহমান সাব্বির, শাহপরাণ থানার দায়িত্বশীল হাফিজ আলবাব হুসাইন, শায়খুল ইসলাম, আব্দুল্লাহ মামুন, আতাউল্লাহ মাসরুর, আদনান আহমদ, উবায়দুল্লাহ মারুফ, তাহের আলী প্রমুখ।

মাওলানা আখতারুজ্জামান তালুকদারের দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img