সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

বিচারের জন্য আসাদকে দেশে ফেরত পাঠানোর দাবি সিরিয়ার

spot_imgspot_img

সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে উদ্যোগ নিয়েছে সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকার। আশ্রিত আসাদকে ফেরত পাঠানোর জন্য মস্কোর কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমদ আল-শার’আ আল-জুলানী। দামেস্ক চায়, এক দশকেরও বেশি সময় ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য তাকে বিচারের মুখোমুখি করা হোক।

শনিবার (২৩ মার্চ) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্ক আনুষ্ঠানিকভাবে মস্কোর কাছে আসাদকে হস্তান্তরের অনুরোধ জানিয়েছে। তবে রাশিয়ার প্রতিক্রিয়া এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে , মস্কো এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে এবং আসাদকে হস্তান্তর করার কোনো পরিকল্পনা তাদের নেই।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “রাশিয়া ও সিরিয়ার মধ্যে ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা নতুন সিরিয়ান নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত।”

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধে আসাদ বাহিনীর বর্বরতায় কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। এরপর ২০২৪ সালের ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতন ঘটে। দ্রুত বদলে যাওয়া পরিস্থিতির মুখে আসাদ দেশ ছাড়তে বাধ্য হন। দীর্ঘদিনের মিত্র রাশিয়া তাকে আশ্রয় প্রদান করে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img