রবিবার, এপ্রিল ১৩, ২০২৫

আফ্রিকা নিয়ে ২য় দফায় বৈঠকে বসতে যাচ্ছে তুরস্ক ও আরব আমিরাত

আফ্রিকা নিয়ে ২য় দফায় বৈঠকে বসতে যাচ্ছে তুরস্ক ও আরব আমিরাত।

সোমবার (৭ এপ্রিল) ডেইলি সাবাহর খবরে একথা জানানো হয়।

খবরে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, তুরস্ক ও আরব আমিরাতের মাঝে আফ্রিকা নিয়ে ২য় বারের মতো পরামর্শ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।

তুরস্কের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বুরহান উদ্দিন দুরান ও আমিরাত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহাবুদ বিন নাহিয়ানের যৌথ সভাপতিত্বে আবুধাবিতে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে আফ্রিকার বর্তমান পরিস্থিতি এবং মহাদেশব্যাপী অর্থনীতি, বিনিয়োগ ও উন্নয়নের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হবে।

এর আগে ২০২৩ সালের ১০ অক্টোবর আঙ্কারায় প্রথমবারের মতো আফ্রিকা নিয়ে পরামর্শ সভায় বসেছিলো এই দুটি দেশ। দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট এরদোগানের আমিরাত সফরে আফ্রিকা নিয়ে নিয়মিত পরামর্শ সভার ব্যাপারে একমত হয়েছিলেন।

সংবাদমাধ্যমের তথ্যমতে, প্রবৃদ্ধি-কেন্দ্রিক প্রকল্প ও বিনিয়োগের মাধ্যমে আফ্রিকার সাথে নিজেদের সম্পর্ক ও সম্পৃক্ততা আরও গভীর করে তুলছে তুরস্ক। এছাড়া সেখানে উপস্থিত বিদেশী শক্তির সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতেও নিজেদের উন্মুক্ত রেখেছে দেশটি। যেনো আফ্রিকার দেশগুলোকে সর্বোচ্চ লাভ এনে দিতে সহযোগিতা করা যায়। এজন্য আফ্রিকায় বিনিয়োগ ও উন্নয়নের সুযোগ অনুসন্ধানে পরামর্শমূলক ব্যবস্থাও গড়ে তুলেছে এবং মূল খাতে বেসরকারি খাতের অংশীদারিত্বকে উৎসাহিত করছে।

এছাড়াও এরদোগানের নেতৃত্বাধীন দেশটিকে প্রায়শই আফ্রিকা মহাদেশে শান্তি, স্থিতিশীলতা এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার জন্য নিজেদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করতে দেখা যায়, যা সমান অংশীদারিত্ব ও পারস্পরিক লাভের নীতির উপর ভিত্তি করে পরিচালিত হবে।

তুরস্কের এই প্রচেষ্টা আফ্রিকান ইউনিয়নের (এইউ) এজেন্ডা ২০৬৩ এবং জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা ২০০৮ সাল থেকে ইউনিয়নের কৌশলগত অংশীদার হিসেবে তুরস্কের ভূমিকা আ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img